ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ০২:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 75

জামালপুরে র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় র‌্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার (৩৫) শ্বাসরোধে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে একটি ভাড়া বাসায় ঘটে এই ঘটনা। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিপি আক্তার র‌্যাব–২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী এবং কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় ১১ বছর বয়সী মেয়ে নিথি আক্তার ঘরে ছিল এবং তাকে ভয় দেখানো হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাতে মা–মেয়ে ঘুমিয়ে থাকার সময় ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ঘরের স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি বাচ্ছু মিয়া জানান, লিপি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামালপুরে র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

সর্বশেষ আপডেট ০২:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় র‌্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার (৩৫) শ্বাসরোধে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে একটি ভাড়া বাসায় ঘটে এই ঘটনা। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিপি আক্তার র‌্যাব–২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী এবং কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় ১১ বছর বয়সী মেয়ে নিথি আক্তার ঘরে ছিল এবং তাকে ভয় দেখানো হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাতে মা–মেয়ে ঘুমিয়ে থাকার সময় ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ঘরের স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি বাচ্ছু মিয়া জানান, লিপি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।