ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে নারী অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ০৪:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 95

জামালপুরে নারী অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

জামালপুরে এক নারীকে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। ২০২২ সালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ভাংগুনি ডাংগা এলাকার মুন্নাফের ছেলে মজনু (৩২), একই উপজেলার রন্ধনীগাছা এলাকার হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০), আবুল কাশেমের ছেলে মো. মোমিন (৩৩) এবং ভাংগুনি ডাংগা এলাকার ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮)।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুর সদর উপজেলার রশীদপুর এলাকায় ২০ বছরের এক নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হন। এ ঘটনায় নারীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামালপুরে নারী অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

সর্বশেষ আপডেট ০৪:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

জামালপুরে এক নারীকে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। ২০২২ সালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ভাংগুনি ডাংগা এলাকার মুন্নাফের ছেলে মজনু (৩২), একই উপজেলার রন্ধনীগাছা এলাকার হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০), আবুল কাশেমের ছেলে মো. মোমিন (৩৩) এবং ভাংগুনি ডাংগা এলাকার ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮)।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুর সদর উপজেলার রশীদপুর এলাকায় ২০ বছরের এক নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হন। এ ঘটনায় নারীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।