ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ছাত্রলীগ ও আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

জামালপুরে ছাত্রলীগ ও আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী (২১) এবং জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল পাশা (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ জানান, ঢাকা শহরে সম্প্রতি আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত ঝটিকা মিছিলে উভয় নেতা সক্রিয় ভূমিকা রেখেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

দুইজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২০২৪ সালের নভেম্বর মাসের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত মিছিলের ঘটনায় আরও একটি মামলা রয়েছে।

সুপার জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহেদ আলী আগে সামাজিক মাধ্যমে নিজেকে অপহৃত দেখানোর ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। উভয় নেতা এবং তাদের সহযোগীরা সরকারি ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল ও নাশকতা পরিচালনার অভিযোগে দোষী হিসেবে বিবেচিত হচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামালপুরে ছাত্রলীগ ও আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৮:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী (২১) এবং জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল পাশা (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ জানান, ঢাকা শহরে সম্প্রতি আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত ঝটিকা মিছিলে উভয় নেতা সক্রিয় ভূমিকা রেখেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

দুইজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২০২৪ সালের নভেম্বর মাসের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত মিছিলের ঘটনায় আরও একটি মামলা রয়েছে।

সুপার জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহেদ আলী আগে সামাজিক মাধ্যমে নিজেকে অপহৃত দেখানোর ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। উভয় নেতা এবং তাদের সহযোগীরা সরকারি ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল ও নাশকতা পরিচালনার অভিযোগে দোষী হিসেবে বিবেচিত হচ্ছেন।