ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত শুধু নিজেদের লোকদের চাকরি দেয়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৯:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 73

জামায়াত শুধু নিজেদের লোকদের চাকরি দেয়

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের এক উঠান বৈঠকে বক্তব্য দিয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে খাজরা ইউনিয়নের ঘুঘুমারী দুর্গা মন্দির প্রাঙ্গণে স্থানীয় বিএনপির উদ্যোগে এ আয়োজন হয়।

বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, স্বাধীনতার পর বারবার রাজনৈতিক সিদ্ধান্তে এই অঞ্চলের মানুষ ভুল করেছেন বলে তিনি মনে করেন। অতীতে নির্যাতন, লুটপাট ও উদ্বাস্তু হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, দেশের কিছু আর্থিক ও স্বাস্থ্য–বিষয়ক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট গোষ্ঠী অতিরিক্ত সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ তাঁর কাছে এসেছে। এ বিষয়ে উপস্থিত জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

খাজরা ইউনিয়নের ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভাষ কুমার মণ্ডল বৈঠকের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মো. মিজানুর রহমান। এতে আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, উপজেলা মহিলা দলের নেত্রী ডা. মর্জিনা ইসলাম বেবি ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতীষ রায় বক্তব্য দেন।

বৈঠকে সনাতন ধর্মাবলম্বীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানের শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন কাজী মো. আলাউদ্দিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত শুধু নিজেদের লোকদের চাকরি দেয়

সর্বশেষ আপডেট ০৯:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের এক উঠান বৈঠকে বক্তব্য দিয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে খাজরা ইউনিয়নের ঘুঘুমারী দুর্গা মন্দির প্রাঙ্গণে স্থানীয় বিএনপির উদ্যোগে এ আয়োজন হয়।

বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, স্বাধীনতার পর বারবার রাজনৈতিক সিদ্ধান্তে এই অঞ্চলের মানুষ ভুল করেছেন বলে তিনি মনে করেন। অতীতে নির্যাতন, লুটপাট ও উদ্বাস্তু হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, দেশের কিছু আর্থিক ও স্বাস্থ্য–বিষয়ক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট গোষ্ঠী অতিরিক্ত সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ তাঁর কাছে এসেছে। এ বিষয়ে উপস্থিত জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

খাজরা ইউনিয়নের ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভাষ কুমার মণ্ডল বৈঠকের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মো. মিজানুর রহমান। এতে আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, উপজেলা মহিলা দলের নেত্রী ডা. মর্জিনা ইসলাম বেবি ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতীষ রায় বক্তব্য দেন।

বৈঠকে সনাতন ধর্মাবলম্বীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানের শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন কাজী মো. আলাউদ্দিন।