ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
হেফাজত আমিরের

জামায়াত বাদে ইসলামী দলগুলোকে ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 87

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম মানি, তারা মওদুদীর ইসলাম অনুসরণ করে।’ তিনি জামায়াত বাদে দেশের সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাবুনগরী বলেন, “অতীতেও বহুবার ইসলামী ঐক্যের আহ্বান জানিয়েছি, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। ইসলাম ও ইসলামের মূলধারাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নিলে তা জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে।”

তিনি বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “আমরা এখন কঠিন সময় পার করছি। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের ওপর নানামুখী আঘাত আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত।”

জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে হেফাজত আমির বলেন, “মওদুদীর জীবন কেটেছে সাহাবিদের বিতর্কিত করার কাজে। সাহাবিদের সত্যের মাপকাঠি স্বীকার না করলে কোরআন ও হাদিস বিতর্কিত হয়ে পড়ে। তাই বিশ্বের শীর্ষ উলামারা বলেছেন— জামায়াতের ইসলাম মদিনার ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও বলেন, “মওদুদীবাদ কাদিয়ানিবাদের চেয়েও ভয়ংকর, কারণ কাদিয়ানিবাদ ইসলামের বাইরে হলেও সহজে চেনা যায়; কিন্তু মওদুদীবাদ ইসলামের ভেতরেই বিভ্রান্তি ছড়ায়।”

সম্মেলনে সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হেফাজত আমিরের

জামায়াত বাদে ইসলামী দলগুলোকে ঐক্যের আহ্বান

সর্বশেষ আপডেট ০৯:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম মানি, তারা মওদুদীর ইসলাম অনুসরণ করে।’ তিনি জামায়াত বাদে দেশের সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাবুনগরী বলেন, “অতীতেও বহুবার ইসলামী ঐক্যের আহ্বান জানিয়েছি, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। ইসলাম ও ইসলামের মূলধারাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নিলে তা জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে।”

তিনি বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “আমরা এখন কঠিন সময় পার করছি। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের ওপর নানামুখী আঘাত আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত।”

জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে হেফাজত আমির বলেন, “মওদুদীর জীবন কেটেছে সাহাবিদের বিতর্কিত করার কাজে। সাহাবিদের সত্যের মাপকাঠি স্বীকার না করলে কোরআন ও হাদিস বিতর্কিত হয়ে পড়ে। তাই বিশ্বের শীর্ষ উলামারা বলেছেন— জামায়াতের ইসলাম মদিনার ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও বলেন, “মওদুদীবাদ কাদিয়ানিবাদের চেয়েও ভয়ংকর, কারণ কাদিয়ানিবাদ ইসলামের বাইরে হলেও সহজে চেনা যায়; কিন্তু মওদুদীবাদ ইসলামের ভেতরেই বিভ্রান্তি ছড়ায়।”

সম্মেলনে সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।