জামায়াত পিআর চায় আর বিএনপি ফেয়ার ইলেকশন
- সর্বশেষ আপডেট ০৯:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 66
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষ প্রার্থী, সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, জামায়াত প্রার্থীতা (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়, তবে বিএনপি চায় স্বচ্ছ ও ন্যায্য ভোট অনুষ্ঠিত হোক।
সোমবার বিকেলে কাহালু উপজেলার দুর্গাপুর ও জামগ্রাম ইউনিয়নে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মোশারফ হোসেন বলেন, “দেশে যে উন্নয়ন হয়েছে, তা বিএনপির নেতৃত্বে হয়েছে। ভবিষ্যতেও দেশের উন্নয়নে অংশীদার হতে হলে ভোট দিয়ে ধানের শীষের পক্ষে সাড়া দিতে হবে। বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করুন।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমরা বন্দুকের নলের মুখে রাজনীতি করেছি। নেতাকর্মীরাও জেল খেটেছে, নির্যাতনের মুখে পড়েছে, হামলার শিকার হয়েছে, তবুও কেউ এলাকা ছাড়েনি। বিএনপি সব সময় দেশের জনগণের জন্য রাজনীতি করেছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে।”


































