জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে
- সর্বশেষ আপডেট ০৩:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 99
জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়াত মহাসম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
রফিকুল ইসলাম বলেন, “যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করে, আমরা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করব। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোনো দ্বিমত নেই। আজকের সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমানরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নেতারা উপস্থিত আছেন। এ বিষয়ে সবার অবস্থান একরকম।”
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) বহু হাদিসে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। এই বিশ্বাসই ইসলামের সর্বসম্মত আকিদা। যদি জনগণ নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতায় পৌঁছে, তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা কার্যকর হবে, ইনশাআল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, এছাড়া দেশের অন্যান্য শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা।
বিভিন্ন দেশের আলেমরাও সমাবেশে উপস্থিত ছিলেন, যেমন সৌদি আরব, ভারত ও পাকিস্তান। এর আগে খতমে নবুওয়ত সমাবেশ আন্তর্জাতিকভাবে বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হলেও, এবার প্রথমবার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মহাসম্মেলন আয়োজন করা হলো।ন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই। আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক।’
তিনি বলেন, রাসুল (সা.) বহু হাদিসে ঘোষণা দিয়েছেন, তিনিই শেষ নবী, তার পরে আর কোনো নবী আসবে না। এই আকিদা ইসলামি উম্মাহর সর্বসম্মত বিশ্বাস। বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবীদরা।
এছাড়া সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আলেমরা যোগ দিয়েছেন। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে।































