জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান: এ্যানি
- সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 69
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে তাদের স্বৈরাচারী হয়ে ওঠার সহায়তা করেছে। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দলকে জাতীয় বেঈমান হিসেবে তিনি আখ্যায়িত করেছেন।
সোমবার দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ১৯৮৫ এবং ১৯৯৬ সালে জামায়াত শুধু বিএনপির প্রতি নয়, পুরো জাতির সঙ্গে বেঈমানি করেছে। ইসলামী আন্দোলনকে তিনি ভন্ড হিসেবে উল্লেখ করে বলেন, তারা কখনও জনগণের স্বার্থে কাজ করেনি। ১৪, ১৮ ও ২৪ নির্বাচনে এই দলগুলো আওয়ামী লীগের বৈধতা নিশ্চিত করতে কাজ করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে জামায়াত ও ইসলামী আন্দোলন পিআরের নামে কার্যক্রম চালাচ্ছে এবং নির্বাচনী পরিবেশকে বিভ্রান্ত করছে। এই অবস্থার মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ্যানি।
সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
































