১৫ দিন পর জামাত আমিরের সঙ্গে বৈঠকের স্বীকারোক্তি জানালো ভারত
- সর্বশেষ আপডেট ১০:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 41
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ জামায়তে ইসলামীর সঙ্গে আলোচনাকে নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপের অংশ হিসেবে দেখা উচিত।
শুক্রবার (১৬ জানুয়ারী) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপে অংশ নেন। যেটি দলটির কথা বলা হচ্ছে, সেটি সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।”
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় বৈঠক প্রকাশ্যে না রেখে গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শফিকুর রহমান রয়টার্সকে জানান, “সবার কাছে উন্মুক্ত হওয়া জরুরি। সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
ভারতীয় কূটনীতিকরা সাধারণত প্রকাশ্যে অন্যান্য দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, কিন্তু শফিকুর রহমানের সঙ্গে বৈঠক গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিষয়টি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১৫ দিন পর প্রতিক্রিয়া জানিয়েছে।





































