জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি
- সর্বশেষ আপডেট ০১:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 137
‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’—সম্প্রতি এসব কথা বলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি টকশোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে, যে যে দল তার পক্ষে মত প্রকাশ করবে। আমরা অনেকগুলো জরিপের মধ্যে প্রকাশিত ফলাফল দেখেছি। লক্ষ্য করেছেন, জরিপে যেই ফর্মুলা ব্যবহার করা হোক বা যেই সংস্থার জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। তাই এটি আসনসংখ্যা বা আসন লাভের বিষয়ে কোনো অর্থ বহন করে না।’
সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করেন, আর বিএনপিকে ভোট দেবেন ৪১ শতাংশ। রুমিন ফারহানা বলেন, ‘জামায়াতের ব্যবধান কমেছে, তবে যদি প্রোপোরশনাল র্যাপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি ধরা হয়, তাহলে এই ব্যবধান খুব বেশি নয়। অতীতে ২০০৮ সালের নির্বাচনে পারসেন্টেজের ব্যবধান বেশি ছিল না, কিন্তু আসনে অনেক বেশি পার্থক্য দেখা গিয়েছিল। ৪১ শতাংশ হলো খুব বড় ভোট—এটি অতীতে অন্য কোনো বড় দলের মধ্যে দেখা যায়নি, শুধু তখন এটি আওয়ামী লীগের ক্ষেত্রে ছিল। বর্তমানে আওয়ামী লীগ মাঠে নেই, তবে তাদের ভোট কোনো না কোনোভাবে বিতরণ হবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের এই উল্লম্ফন অনেক কারণে হতে পারে। তবে সব জরিপে এমন উল্লম্ফন দেখা যায় না। একটি জরিপের ফলাফলে অনেক বিষয় প্রভাবিত করে—কোন এলাকায় জরিপ করা হচ্ছে, কোন বয়স বা শিক্ষাগত স্তরের মানুষের মধ্যে জরিপ হচ্ছে, গ্রাম না শহরে, প্রান্তিক মানুষ বা সমাজের অন্য কোন সেকশন—এসব ফ্যাক্টর ফলাফলের উপর প্রভাব ফেলে। তাই যাই দেখা যাক, আসল খেলা যেটিকে নির্বাচন বলা হয়, সেখানে অনেক কিছুই পরিবর্তিত হয়ে যেতে পারে।’































