ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের নারী কর্মীরা ঢাকায় সমাবেশ ডেকেছেন কেন?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 5

নারী কর্মীদের ওপর হেনস্থা, হামলা এবং কার্যক্রমে বাধার প্রতিবাদে জামায়াতে ইসলামী আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই সমাবেশ। তিনি জানান, এটি তাদের নারী শাখার কর্মীদের জন্য প্রথমবারের মতো প্রকাশ্য প্রতিবাদ।

ডা. তাহের অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ইতোমধ্যেই ৯টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা এর বেশি হতে পারে।

তিনি আরও বলেন, সরকার যদি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে জামায়াত, তার নারী শাখা এবং ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াতের নারী কর্মীরা ঢাকায় সমাবেশ ডেকেছেন কেন?

সর্বশেষ আপডেট ০৫:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নারী কর্মীদের ওপর হেনস্থা, হামলা এবং কার্যক্রমে বাধার প্রতিবাদে জামায়াতে ইসলামী আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই সমাবেশ। তিনি জানান, এটি তাদের নারী শাখার কর্মীদের জন্য প্রথমবারের মতো প্রকাশ্য প্রতিবাদ।

ডা. তাহের অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ইতোমধ্যেই ৯টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা এর বেশি হতে পারে।

তিনি আরও বলেন, সরকার যদি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে জামায়াত, তার নারী শাখা এবং ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।