জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
- সর্বশেষ আপডেট ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 38
নির্বাচনী আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন সম্ভব হয়নি এবং পরবর্তী তারিখ পরে জানানো হবে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দলের যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এখনো কিছু প্রস্তুতি বাকি থাকায় সংবাদ সম্মেলন স্থগিত করতে হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেই ঘোষণার পর জোটের নেতারা আশা করছিলেন, বুধবার রাজধানীর রমনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তবে বুধবার সকালে জানা যায়, দলগুলোর মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস জোটে থাকবে কি-না, সে বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। জোটের অভ্যন্তরের কিছু বিষয় নিয়ে টানাপোড়েন থাকায় দুই দল নিজ নিজ সর্বোচ্চ ফোরামে আলোচনা করে অবস্থান নির্ধারণের কথা জানায়




































