জামায়াতকে দূষলেন চরমোনাই পীরের দল
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 125
জামায়াতের সাথে জোট গঠণ নিয়ে টানাপোড়নের মাঝে হঠাৎ করেই মুখ খুললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, তারা আশা করেছিলেন মনোনয়নপত্র প্রত্যাহরের আগে সব বিষয় নির্ধারিত হবে, কিন্তু গতকাল পর্যন্ত তা হয়নি। তবে ফেব্রুয়ারির ১২ তারিখের আগে যে কোনো পরিবর্তন ঘটতে পারে।
জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তিনশ আসনের মধ্যে একটি দল প্রচারণা চালাচ্ছে এবং জোটের পক্ষ থেকে তাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ ধরনের মিথ্যাচার হলে ভবিষ্যতে তাদের সঙ্গে পথচলা কঠিন হয়ে যাবে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের মতামত নেওয়া হয়েছে। মাঠের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। মজলিসে আমেলার বৈঠকে এসব বিষয় নিয়ে কথা হয়েছে। যাদের সঙ্গে শুরু থেকেই পথচলা চলছে, তাদের সঙ্গে ইসলামী আন্দোলন যোগাযোগ রাখছে। ওয়ান বক্স নীতি অনুসারে আগামীর পথচলা কেমন হবে তা নিয়ে আলোচনা চলমান, এবং দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিন ২০ জানুয়ারি এবং নির্বাচন হবে ফেব্রুয়ারির ১২ তারিখে। তাই ফেব্রুয়ারির ১২ তারিখের আগে যে কোনো পরিবর্তন ঘটতে পারে।
আসন সমঝোতা বিষয়ে, পাঁচ দল নিয়ে জোট গঠন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে পাঁচ দলের বাইরেও অনেকের আলোচনা চলছে। ১২ দলের মধ্যে যারা আছে, তাদের সঙ্গেও কথাবার্তা হচ্ছে। এছাড়া আরও অনেকে সঙ্গে আলোচনা করছেন।
এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত তা নির্ধারিত হয়নি। দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ইসলামী আন্দোলন অগ্রসর হবে। যাদের প্রতি শ্রদ্ধা আছে, তাদের সঙ্গে পথ চলবে।
গাজী আতাউর রহমান বলেন, জামায়াতে ইসলামীর আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের বিষয়ে আলোচনা হবে। জাতীয় সরকারের বিষয়েও আলোচনা হয়েছে। জামায়াতের আমির খালেদা জিয়ার সময়ের ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। তবে ঐক্য পুনর্গঠন নিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে কিছু সংশয় আছে।
আসন সমঝোতার বিষয়ে বিভাজন বিএনপিকে সুবিধা দিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি সবসময় একরূপে চলে না। এখানে উত্থান-পতন থাকবে। ইসলামী আন্দোলন ঐক্যের পাটাতন রক্ষার চেষ্টা করবে।
নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে তিনি জানান, বিএনপি তাদের জোট নির্ধারণ করেছে। তবে নির্বাচনি আসন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বা কাউকে বাদ দেয়ার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ইসলামী আন্দোলন জাতীয় ঐক্য টিকিয়ে রাখার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। কেউ দলের প্রতি অবহেলা করলে সেটি গ্রহণযোগ্য নয়। সমীক্ষার মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, তবে ইসলামী আন্দোলন সবার সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক রাখতে চায়। তবে সবাইকে একসঙ্গে পথ চলতে হবে এমন নয়। পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগোতে চাইছে দল।
তিনি সতর্ক করে বলেন, তিনশ আসনের মধ্যে একটি দল প্রচারণা চালাচ্ছে এবং জোটের পক্ষ থেকে তাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মিথ্যাচার করলে ভবিষ্যতে তাদের সঙ্গে পথচলা কষ্টকর হবে।































