ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমাবেশে যাওয়ার পথে জামায়াতের ২জন নিহত

নিজস্ব প্রতিবেদক, (ভাঙ্গা) ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ১২:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 339

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা

জামায়াতের ডাকা জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই জামায়াত কর্মী নিহত হয়েছেন। এদের একজন আবু সাঈদ, অন্যজন  মোহাম্মদ আমানত শেখ। নিহত আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরি করেন।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশফাক হোসেন।

সফরসঙ্গীরা জানান, জাতীয় সমাবেশে যোগ দিতে আবু সাঈদের নেতৃত্বে খুলনার দাকোপ উপজেলা থেকে চারটি বাসে তারা রওনা হন। রাত ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে হাইওয়ে থানার সামনে সবকটি বাস পার্কিং করে বিরতি নেন। অনেকে বাস থেকে নেমে চা খেতে দোকানে যায় এবং আমিরসহ সাত-আটজন বাসের সামনেই দাঁড়িয়ে থাকেন।

হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছনের তিন নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে ১ নম্বর বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পড়ে গিয়ে নিহত হন। দাঁড়িয়ে থাকা সাত-আট জনসহ বাসের ভেতরে থাকা অনেকে আহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমাবেশে যাওয়ার পথে জামায়াতের ২জন নিহত

সর্বশেষ আপডেট ১২:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

জামায়াতের ডাকা জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই জামায়াত কর্মী নিহত হয়েছেন। এদের একজন আবু সাঈদ, অন্যজন  মোহাম্মদ আমানত শেখ। নিহত আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরি করেন।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশফাক হোসেন।

সফরসঙ্গীরা জানান, জাতীয় সমাবেশে যোগ দিতে আবু সাঈদের নেতৃত্বে খুলনার দাকোপ উপজেলা থেকে চারটি বাসে তারা রওনা হন। রাত ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে হাইওয়ে থানার সামনে সবকটি বাস পার্কিং করে বিরতি নেন। অনেকে বাস থেকে নেমে চা খেতে দোকানে যায় এবং আমিরসহ সাত-আটজন বাসের সামনেই দাঁড়িয়ে থাকেন।

হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছনের তিন নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে ১ নম্বর বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পড়ে গিয়ে নিহত হন। দাঁড়িয়ে থাকা সাত-আট জনসহ বাসের ভেতরে থাকা অনেকে আহত হয়েছেন।