জামাই সমাদরের ঐহিত্য উত্তরের মাছের মেলা
- সর্বশেষ আপডেট ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 57
কৃষকদের ঘরে উঠেছে নতুন ধান। পিঠা-পায়েসের সঙ্গে নানা আয়োজনে বগুড়া, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে চলছে নবান্ন উৎসব। তবে মেয়ের জামাইদের জন্য একটু বেশিই আনন্দের উপলক্ষ এই নবান্ন। কারণ জামাই ও তাঁর স্বজনের সমাদরে এ সময় বসে হরেক রকম মাছের মেলা। এবারও এর ব্যতিক্রম হয়নি।
জয়পুরহাটের কালাই পৌরশহরের পাঁচশিরা বাজার, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী হাটসহ নন্দীগ্রাম উপজেলারও বিভিন্ন বাজারে মাছের মেলা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তবে কালক্রমে এই মেলা শুধু জামাই সমাদরেই এখন আর সীমাবদ্ধ নেই। ইতোমধ্যে মেলা দেখতে ও মাছ কিনতে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পহেলা অগ্রহায়ণে সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব উদযাপন করে থাকেন। তবে নবান্ন এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন উপজেলাজুড়ে প্রতিটি বাড়িতেই মেয়ের জামাই এবং আত্মীয়স্বজনকে আগে থেকেই দাওয়াত দিয়ে আনা হয়। চলে পিঠাপুলি ও মাছ খাওয়ার আয়োজন।
গতকাল ভোর ৪টা থেকে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজার বসেছে এক দিনের ঐতিহ্যবাহী মাছের মেলা। বয়োজ্যেষ্ঠদের ভাষ্য, ১০৫ বছর ধরে পাঁচশিরা বাজারে এ সময়ে মাছের মেলা বসে। প্রথা অনুযায়ী অগ্রহায়ণ মাসের প্রথম দিনে পাঁচশিরা বাজারে প্রতিবছর বসে বৃহৎ এ মাছের মেলা।




































