জাবিতে ‘বাউলের দ্রোহ’ অনুষ্ঠান বন্ধ করলেন প্রক্টর
- সর্বশেষ আপডেট ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 74
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজিত ‘বাউলের দ্রোহ’ অনুষ্ঠানে উচ্চ শব্দের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম মঞ্চে গিয়ে গান বন্ধ করে দিয়েছেন।
অনুষ্ঠানটি রবিবার রাতেই অনুষ্ঠিত হয়। এটি বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তার এবং সারাদেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ, উচ্চ শব্দের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও ঘুমের সমস্যা হচ্ছিল। তাই আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানের সময় প্রক্টরের সঙ্গে আয়োজকদের এবং উপস্থিত শিক্ষকদের কথা কাটাকাটি হয়। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষক হাসান নাঈম জানান, অনুষ্ঠান চলাকালীন সাউন্ড কমিয়ে দেওয়ার পরও শেষ গান চলছিল, তখন প্রক্টর মঞ্চে উঠে ‘স্টপ’ নির্দেশ দেন। তিনি আরও বলেন, প্রক্টরের এই কাজ কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য করা হয়েছে।
আয়োজকরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠান শুরু হয়। রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক গ্রুপে উচ্চ শব্দের অভিযোগ আসে। রাত ১০টার দিকে প্রক্টরিয়াল টিম উপস্থিত হয়ে শব্দ কমানোর এবং রাত ১১টার মধ্যে অনুষ্ঠান শেষ করার অনুরোধ জানায়। আয়োজকরা শব্দ কমিয়ে অনুষ্ঠান চালিয়ে যান, তবে প্রশাসনের চাপ ও শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে রাত দেড়টার দিকে অনুষ্ঠান বন্ধ হয়।
উচ্চ শব্দের কারণে প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে গান বাজান। এই প্রতীকী প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিক্ষার্থীরা। জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি ফেসবুকে বলেন, গভীর রাতে উচ্চস্বরে গান-বাজনা শিক্ষার্থীদের ধৈর্য পরীক্ষা করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, পরীক্ষার সময়কাল এবং কিছু শিক্ষার্থীর মাইগ্রেনের সমস্যা বিবেচনা করে অনুষ্ঠান শেষ করার অনুরোধ করা হয়েছিল। কিছু শিক্ষার্থী অসৌজন্যমূলক আচরণ করলেও আয়োজকরা অবশেষে প্রক্টরের অনুরোধ মেনে অনুষ্ঠান শেষ করেন।






































