ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 86

নুরুল হক নুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে ফের সংঘর্ষে জড়িয়েছে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাপার পক্ষ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা বলেন, অবিলম্বে এ হামলার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ তাদের বিচার করবে।

ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ অবস্থায় ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

জাপার পক্ষের দাবি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই মিছিল নিয়ে এসে তাদের ওপর আক্রমণ করেছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় জাপার নেতাকর্মীরাই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুর

সর্বশেষ আপডেট ১০:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে ফের সংঘর্ষে জড়িয়েছে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাপার পক্ষ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা বলেন, অবিলম্বে এ হামলার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ তাদের বিচার করবে।

ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ অবস্থায় ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

জাপার পক্ষের দাবি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই মিছিল নিয়ে এসে তাদের ওপর আক্রমণ করেছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় জাপার নেতাকর্মীরাই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।