ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাপা ও জেপির নেতৃত্বে নতুন বৃহত্তর রাজনৈতিক জোট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 72

জাপা ও জেপির নেতৃত্বে নতুন বৃহত্তর রাজনৈতিক জোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে একটি নতুন বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী সোমবার, ৮ ডিসেম্বর, গুলশান-১-এর ইমানুয়েলস পার্টি সেন্টারে সকাল ১১টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ দুই নেতা—ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুসহ অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সভাপতি ও শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে গত ২৭ নভেম্বর রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক বৈঠকে জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত এই জোটে জাপা ও জেপির পাশাপাশি আরও ১৪টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে বলে জানা গেছে।

নতুন জোটের নাম রাখা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টি (একাংশ)-এর মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আত্মপ্রকাশের আগে জোটের অন্তর্ভুক্ত সব দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটিও গঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাপা ও জেপির নেতৃত্বে নতুন বৃহত্তর রাজনৈতিক জোট

সর্বশেষ আপডেট ০৩:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে একটি নতুন বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী সোমবার, ৮ ডিসেম্বর, গুলশান-১-এর ইমানুয়েলস পার্টি সেন্টারে সকাল ১১টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ দুই নেতা—ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুসহ অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সভাপতি ও শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে গত ২৭ নভেম্বর রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক বৈঠকে জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত এই জোটে জাপা ও জেপির পাশাপাশি আরও ১৪টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে বলে জানা গেছে।

নতুন জোটের নাম রাখা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টি (একাংশ)-এর মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আত্মপ্রকাশের আগে জোটের অন্তর্ভুক্ত সব দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটিও গঠিত হয়েছে।