জাপাতে চুন্নু আউট, পাটোয়ারী ইন
- সর্বশেষ আপডেট ০৫:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 378
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে পরিবর্তন এসেছে। বহিষ্কারের মুখে থাকা মুজিবুল হক চুন্নুকে সরিয়ে নতুন মহাসচিব করা হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে।
সোমবার (৭ জুলাই) বিকেলে এ সিদ্ধান্ত দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
দলের গঠনতন্ত্রের ২০(ক) ধারার প্রয়োগে এই রদবদল আনা হয়, যে ধারায় দলপ্রধান কারণ দর্শানো ছাড়াই যেকোনো সদস্যকে বহিষ্কার কিংবা পদোন্নতি দিতে পারেন। এই ধারাকেই কেন্দ্র করে সম্প্রতি জাপার ভেতরে ফের চরম বিভক্তি তৈরি হয়েছে।
চলমান সংকটে জাতীয় পার্টির সিনিয়র নেতাদের একটি বড় অংশ বিদ্রোহ করে জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা গঠনতন্ত্র সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। বিদ্রোহী এই অংশের সঙ্গেই যুক্ত ছিলেন সদ্য বিদায়ী মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফলে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলপ্রধান।
দলের একাধিক সূত্র বলছে, ২০২৪ সালের নির্বাচনের পর থেকেই জাপার অভ্যন্তরে অভ্যুত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। জিএম কাদেরের একতরফা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, পদবণ্টন ও বহিষ্কারে স্বেচ্ছাচারিতার অভিযোগে ক্ষোভ বেড়েছিল দলের ভিতরে। এর মধ্যেই নতুন করে ফের মহাসচিব পদে রদবদল, জাপার সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির একজন পরিচিত মুখ এবং সাবেক সংসদ সদস্য। নতুন দায়িত্ব পেয়ে তিনি এখন দলের ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছেন।
































