ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সালাহউদ্দিনের অভিযোগ

জান্নাতের টিকিট বিক্রি করে ভোট আদায়ের চেষ্টায় একটি দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 60

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটের লাভ তুলতে চায় এবং ‘জান্নাতের টিকিট’ বিক্রির মতো প্রচারণা চালায়। তাঁর অভিযোগ, এই মানসিকতার কারণে নারীরা নির্যাতনের শিকার হন। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে বিভাজিত হবে না। সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ আইনি ভিত্তি পেয়েছে, এবং বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ—এই সনদে থাকা প্রত্যেকটি অঙ্গীকার বাস্তবায়নে।

তিনি আরও বলেন, ধর্মের নামে ব্যবসা করে এমন একটি দল নারীদের অগ্রগতি চায় না। “নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে তারা ইচ্ছাকৃতভাবে নারীদের কর্মসংস্থান কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। কর্মঘণ্টা কমলে অনেকে নারীদের চাকরিতে নিতে অনিচ্ছুক হবে—এটাই তাদের উদ্দেশ্য,” মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ ধরনের প্রস্তাব নারীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের পথে বড় বাধা।

বিএনপির এই নেতা বলেন, নারীকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা ও উন্নয়নের ভিত্তি শক্তিশালী হবে বলে তিনি দাবি করেন।

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব নয়—এ কারণে নতুন সংসদ অত্যাবশ্যক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালাহউদ্দিনের অভিযোগ

জান্নাতের টিকিট বিক্রি করে ভোট আদায়ের চেষ্টায় একটি দল

সর্বশেষ আপডেট ০৪:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটের লাভ তুলতে চায় এবং ‘জান্নাতের টিকিট’ বিক্রির মতো প্রচারণা চালায়। তাঁর অভিযোগ, এই মানসিকতার কারণে নারীরা নির্যাতনের শিকার হন। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে বিভাজিত হবে না। সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ আইনি ভিত্তি পেয়েছে, এবং বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ—এই সনদে থাকা প্রত্যেকটি অঙ্গীকার বাস্তবায়নে।

তিনি আরও বলেন, ধর্মের নামে ব্যবসা করে এমন একটি দল নারীদের অগ্রগতি চায় না। “নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে তারা ইচ্ছাকৃতভাবে নারীদের কর্মসংস্থান কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। কর্মঘণ্টা কমলে অনেকে নারীদের চাকরিতে নিতে অনিচ্ছুক হবে—এটাই তাদের উদ্দেশ্য,” মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ ধরনের প্রস্তাব নারীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের পথে বড় বাধা।

বিএনপির এই নেতা বলেন, নারীকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা ও উন্নয়নের ভিত্তি শক্তিশালী হবে বলে তিনি দাবি করেন।

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব নয়—এ কারণে নতুন সংসদ অত্যাবশ্যক।