জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি শুরু
- সর্বশেষ আপডেট ০৪:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 59
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ দাফনের প্রস্তুতি শুরু হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশজুড়ে মানুষের ঢল নামে, এতে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা নামাজে ইমামতি করেন।
জানাজার আগে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া যদি জীবদ্দশায় কারও কাছে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি সেই দায় পরিশোধের ব্যবস্থা করবেন বলে জানান।
এছাড়া খালেদা জিয়ার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
জানাজা শেষে মরদেহ দাফনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করা হয়েছে।
































