জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি
- সর্বশেষ আপডেট ০৫:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 135
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্ভবত আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যমকে তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে—প্রায় ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে—সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা যেতে পারে। তবে প্রয়োজন হলে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগে আয়োজনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মধ্যভাগের কোনো সময়ে নির্বাচন হতে পারে।
এদিকে, তফসিল ঘোষণা ও ভোটের নির্দিষ্ট তারিখ নির্ধারণের জন্য আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। এই সভার পর দু-তিন দিন সময় রেখে বা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে।
ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বৃদ্ধি এবং ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে। বর্তমানে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়, যা পরিবর্তিত করে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত করা যেতে পারে।
































