ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 99

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল। এ ছাড়া রাতেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও বিক্ষোভ করেন।

আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে গণঅধিকার পরিষদ।

এমন পরিস্থিতিতে সকাল থেকেই কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কার্যালয়ে জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মী উপস্থিত নেই।
দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন।

দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকেও এসেছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

সর্বশেষ আপডেট ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল। এ ছাড়া রাতেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও বিক্ষোভ করেন।

আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে গণঅধিকার পরিষদ।

এমন পরিস্থিতিতে সকাল থেকেই কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কার্যালয়ে জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মী উপস্থিত নেই।
দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন।

দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকেও এসেছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।