ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে জাহিদ ও বাকের

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 161

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে জাহিদ ও বাকের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির পর নতুনভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। নবগঠিত সংগঠনটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কমিটিতে উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, আর দক্ষিণাঞ্চলের দায়িত্বে আছেন মহির আলম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় সংগঠনটি সমালোচনার মুখে পড়ে। অবশেষে গত ২৩ অক্টোবর সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বাগছাসের বিলুপ্তির পর তারই নেতাদের নেতৃত্বে গঠিত হয় জাতীয় ছাত্রশক্তি, যা এখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

পূর্বে বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার, আর সদস্য সচিব ছিলেন জাহিদ আহসান। নতুন কমিটিতে তাদের পদ পরিবর্তন হয়েছে—জাহিদ আহসান হয়েছেন সভাপতি, আর আবু বাকের মজুমদার হয়েছেন সাধারণ সম্পাদক।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে জাহিদ ও বাকের

সর্বশেষ আপডেট ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির পর নতুনভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। নবগঠিত সংগঠনটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কমিটিতে উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, আর দক্ষিণাঞ্চলের দায়িত্বে আছেন মহির আলম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় সংগঠনটি সমালোচনার মুখে পড়ে। অবশেষে গত ২৩ অক্টোবর সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বাগছাসের বিলুপ্তির পর তারই নেতাদের নেতৃত্বে গঠিত হয় জাতীয় ছাত্রশক্তি, যা এখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

পূর্বে বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার, আর সদস্য সচিব ছিলেন জাহিদ আহসান। নতুন কমিটিতে তাদের পদ পরিবর্তন হয়েছে—জাহিদ আহসান হয়েছেন সভাপতি, আর আবু বাকের মজুমদার হয়েছেন সাধারণ সম্পাদক।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।