ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতিকে বিভক্ত করতে চাই না, ঐক্যের ডাক জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 4

জামায়াত আমির

রাজধানীর ঢাকা–১৫ আসনে নির্বাচনি জনসংযোগ শুরুর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অতীতের বিরোধ ভুলে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি ঐক্যবদ্ধ ও আগামীর বাংলাদেশ গড়াই তার দলের লক্ষ্য। জাতিকে আর বিভক্ত না করে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উত্তর কাফরুল এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, জামায়াত পেছনের দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে একটি “ফরোয়ার্ড লুকিং” বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, দেশকে আর ভাগাভাগির রাজনীতিতে ঠেলে না দিয়ে সবাইকে মিলেমিশে এগোতে হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে তিনি শান্তিপূর্ণ ও শালীন প্রচারের আহ্বান জানান। ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন, প্রতিযোগিতা হবে ভদ্রতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনের ফল মেনে নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

নিজের নির্বাচনি এলাকার সমস্যার চিত্র তুলে ধরে জামায়াত আমির জানান, কাফরুল এলাকায় জলাবদ্ধতা, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার ঘাটতি রয়েছে। এলাকায় কোনো বিশ্ববিদ্যালয়, মানসম্মত হাসপাতাল, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে কিংবা ব্যায়ামের উপযোগী জায়গা নেই বলে উল্লেখ করেন তিনি। এসব সমস্যা সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি “রূপকল্প” বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

শফিকুর রহমান বলেন, ঢাকা–১৫ আসনকে তিনি হৃদয়ে ধারণ করেন এবং এটিকে একটি আদর্শ এলাকায় রূপান্তরের স্বপ্ন দেখেন। জনগণের রায় ও আল্লাহর সহায়তায় নির্বাচিত হলে তিনি ইনশাআল্লাহ এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিন কাফরুল উচ্চবিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সংবর্ধনায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিকে বিভক্ত করতে চাই না, ঐক্যের ডাক জামায়াত আমিরের

সর্বশেষ আপডেট ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রাজধানীর ঢাকা–১৫ আসনে নির্বাচনি জনসংযোগ শুরুর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অতীতের বিরোধ ভুলে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি ঐক্যবদ্ধ ও আগামীর বাংলাদেশ গড়াই তার দলের লক্ষ্য। জাতিকে আর বিভক্ত না করে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উত্তর কাফরুল এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, জামায়াত পেছনের দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে একটি “ফরোয়ার্ড লুকিং” বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, দেশকে আর ভাগাভাগির রাজনীতিতে ঠেলে না দিয়ে সবাইকে মিলেমিশে এগোতে হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে তিনি শান্তিপূর্ণ ও শালীন প্রচারের আহ্বান জানান। ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন, প্রতিযোগিতা হবে ভদ্রতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনের ফল মেনে নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

নিজের নির্বাচনি এলাকার সমস্যার চিত্র তুলে ধরে জামায়াত আমির জানান, কাফরুল এলাকায় জলাবদ্ধতা, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার ঘাটতি রয়েছে। এলাকায় কোনো বিশ্ববিদ্যালয়, মানসম্মত হাসপাতাল, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে কিংবা ব্যায়ামের উপযোগী জায়গা নেই বলে উল্লেখ করেন তিনি। এসব সমস্যা সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি “রূপকল্প” বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

শফিকুর রহমান বলেন, ঢাকা–১৫ আসনকে তিনি হৃদয়ে ধারণ করেন এবং এটিকে একটি আদর্শ এলাকায় রূপান্তরের স্বপ্ন দেখেন। জনগণের রায় ও আল্লাহর সহায়তায় নির্বাচিত হলে তিনি ইনশাআল্লাহ এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিন কাফরুল উচ্চবিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সংবর্ধনায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করেন।