ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাকেরের নেতৃত্বে বাংলাদেশ, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 124

বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে আজ বুধবার দুবাইতে শক্তিশালী ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। এই ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বে দেখা যাচ্ছে জাকের আলী অনিককে। টসে জয়ী হয়ে তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

চোটের কারণে অধিনায়ক লিটন দাসকে পাওয়া যাচ্ছে না। দলে পরিবর্তনও এসেছে একাধিক। বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এবারের আসরে প্রথমবার মাঠে নামছেন সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

লিটনের ইনজুরির কারণে কিপিং নিয়েও বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে। কিপিং গ্লাভস হাতে প্রস্তুতি নিতে দেখা গেছে জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানকে। তবে ওয়ার্মআপে বাকিদের মতো সক্রিয় ছিলেন না লিটন; তাকে বেশিরভাগ সময় দাঁড়িয়ে বা বসে থাকতে দেখা গেছে।

গত সোমবার অনুশীলনের সময় লিটনের পিঠের বাঁ দিকে টান লাগে। ব্যাটিংয়ের সময় অস্বস্তি অনুভব করলে দ্রুতই মাটিতে বসে পড়েন তিনি। এরপর থেকে তার ব্যাটিং অনুশীলন বন্ধ রাখা হয়। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাকেরের নেতৃত্বে বাংলাদেশ, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরে আজ বুধবার দুবাইতে শক্তিশালী ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। এই ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বে দেখা যাচ্ছে জাকের আলী অনিককে। টসে জয়ী হয়ে তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

চোটের কারণে অধিনায়ক লিটন দাসকে পাওয়া যাচ্ছে না। দলে পরিবর্তনও এসেছে একাধিক। বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এবারের আসরে প্রথমবার মাঠে নামছেন সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

লিটনের ইনজুরির কারণে কিপিং নিয়েও বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে। কিপিং গ্লাভস হাতে প্রস্তুতি নিতে দেখা গেছে জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানকে। তবে ওয়ার্মআপে বাকিদের মতো সক্রিয় ছিলেন না লিটন; তাকে বেশিরভাগ সময় দাঁড়িয়ে বা বসে থাকতে দেখা গেছে।

গত সোমবার অনুশীলনের সময় লিটনের পিঠের বাঁ দিকে টান লাগে। ব্যাটিংয়ের সময় অস্বস্তি অনুভব করলে দ্রুতই মাটিতে বসে পড়েন তিনি। এরপর থেকে তার ব্যাটিং অনুশীলন বন্ধ রাখা হয়। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন।