জাকির নায়েক ইস্যুতে ভারতকে জবাব দিল বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১২:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 107
চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক। তবে তার আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না ভারত। এ বিষয়ে ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বাংলাদেশকে বার্তা দেন। এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় যোগ দেবেন একটি দাতব্য অনুষ্ঠানে। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং সম্ভাব্য স্থান হতে পারে আগারগাঁও এলাকা।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, জাকির নায়েককে দেশে পা রাখলেই ভারতের হাতে তুলে দেওয়া উচিত। তবে বাংলাদেশ বিষয়টি এভাবে প্রত্যাশা করছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম জানান, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরা বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”
এর আগে ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে রনধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক ভারতে ওয়ান্টেড একজন পলাতক আসামি। আমরা আশা করি, তিনি যেখানেই থাকুন না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে।”
































