শিরোনাম
জলসীমা অতিক্রম করায় ১২২ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
- সর্বশেষ আপডেট ০৬:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 194
মিয়ানমার সীমান্ত অতিক্রম করে মাছ ধরার অভিযোগে ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) বিকালে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এতে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা জেলে আটক হয়।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে কয়েকটি মাছ ধরার ট্রলার মিয়ানমারের জলসীমা অতিক্রম করে মাছ ধরছিল। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত ফিশিং বোটগুলোও আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।


































