ইন্টারনেট বন্ধ করে গণহত্যা
জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ
- সর্বশেষ আপডেট ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 50
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পলাতক সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানিসহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ।
ট্রাইব্যুনালে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে হাজির করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ জুলাই শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ২৩ তম সাক্ষীর সাক্ষ্যপ্রদানের কথা রয়েছে।
এর আগে বুধবার এ মামলায় সাক্ষী দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
































