ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 64

সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আরও তিনজন সাবেক মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে প্রস্তুত হওয়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে পৌঁছেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি জানান, তদন্ত শেষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদনটি চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছে, যা নিয়ম অনুযায়ী প্রসিকিউশন এখন পর্যালোচনা করছে।

প্রতিবেদনটি যাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে তারা হলেন—

সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

প্রসিকিউটর জানান, যাচাই–বাছাই শেষে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ আকারে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে জমা দেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

সর্বশেষ আপডেট ০৯:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আরও তিনজন সাবেক মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে প্রস্তুত হওয়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে পৌঁছেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি জানান, তদন্ত শেষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদনটি চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছে, যা নিয়ম অনুযায়ী প্রসিকিউশন এখন পর্যালোচনা করছে।

প্রতিবেদনটি যাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে তারা হলেন—

সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

প্রসিকিউটর জানান, যাচাই–বাছাই শেষে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ আকারে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে জমা দেবে।