ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জয়সোয়ালের প্রথম সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 76

জয়সোয়ালের প্রথম সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

বিশাখাপত্তনমে কুইন্টন ডি ককের ঝড়ো সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকাকে বাঁচাতে পারেনি। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক তুলে নিয়ে দলকে এনে দিলেন দাপুটে জয়। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভারত ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে।

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। রোহিত শর্মা ও জয়সোয়ালের ওপেনিং জুটিতে আসে ১৫৫ রান, যা ভারতের জয় নিশ্চিত করার ভিত্তি তৈরি করে। রোহিত ৭৫ রান করে আউট হলেও জয়সোয়াল ছিলেন চূড়ান্ত দৃঢ়। মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ১২১ বলে ১২ চার ও ২ ছক্কায় তিনি অপরাজিত ১১৬ রান করেন। অপর প্রান্তে বিরাট কোহলি ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করে ম্যাচ শেষ করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার রান নির্ভর ছিল কুইন্টন ডি ককের উপর। ৮০ বলে শতক পূরণ করে তিনি শেষ পর্যন্ত ১০৬ রান করেন। তার ব্যাটে ৮টি চার ও ৬টি ছক্কা ছিল। কিন্তু ডি কক ছাড়া অন্য কেউ বড় ইনিংস গড়তে না পারায় ৪৭.৫ ওভারে দলটি ২৭০ রানে অলআউট হয়ে যায়। বাভুমা ৪৮ এবং ব্রেভিস ২৯ রান করেন, আর শেষ দিকে কেশভ মহারাজ যোগ করেন ২০ রান।

ভারতের বোলিং আক্রমণ দারুণ ছিল। প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব সমানভাবে ৪টি করে উইকেট ঝুলিতে ভরে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহ গড়ার পথ রুদ্ধ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয়সোয়ালের প্রথম সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

সর্বশেষ আপডেট ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিশাখাপত্তনমে কুইন্টন ডি ককের ঝড়ো সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকাকে বাঁচাতে পারেনি। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক তুলে নিয়ে দলকে এনে দিলেন দাপুটে জয়। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভারত ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে।

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। রোহিত শর্মা ও জয়সোয়ালের ওপেনিং জুটিতে আসে ১৫৫ রান, যা ভারতের জয় নিশ্চিত করার ভিত্তি তৈরি করে। রোহিত ৭৫ রান করে আউট হলেও জয়সোয়াল ছিলেন চূড়ান্ত দৃঢ়। মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ১২১ বলে ১২ চার ও ২ ছক্কায় তিনি অপরাজিত ১১৬ রান করেন। অপর প্রান্তে বিরাট কোহলি ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করে ম্যাচ শেষ করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার রান নির্ভর ছিল কুইন্টন ডি ককের উপর। ৮০ বলে শতক পূরণ করে তিনি শেষ পর্যন্ত ১০৬ রান করেন। তার ব্যাটে ৮টি চার ও ৬টি ছক্কা ছিল। কিন্তু ডি কক ছাড়া অন্য কেউ বড় ইনিংস গড়তে না পারায় ৪৭.৫ ওভারে দলটি ২৭০ রানে অলআউট হয়ে যায়। বাভুমা ৪৮ এবং ব্রেভিস ২৯ রান করেন, আর শেষ দিকে কেশভ মহারাজ যোগ করেন ২০ রান।

ভারতের বোলিং আক্রমণ দারুণ ছিল। প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব সমানভাবে ৪টি করে উইকেট ঝুলিতে ভরে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহ গড়ার পথ রুদ্ধ করেন।