ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১২

নিজস্ব প্রতিবেদক, জবি
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 78

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাজিদ, আল-আমিন, প্রত্যয়, ইব্রাহিম, জনি ও জাহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদী এবং বাংলা বিভাগের ছাব্বীরসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুই গ্রুপের মধ্যে এটিকে ছাত্রদলের বাসেত গ্রুপ ও সুমন সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে তিন দফায় এই সংঘর্ষ ঘটে। জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকালে আস-সুন্নাহ পরিবহনের বাসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাজিদ ও তার বন্ধুদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদীর বাক্যালাপকে কেন্দ্র করে হুমকি ও উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার দ্বিতীয় গেটে সাজিদ উপস্থিত থাকলে সাদী ও তার সহযোগীরা হামলা চালায়। এরপর আল-আমিন, প্রত্যয়, ইব্রাহিম ও জাহিদের ওপরও হামলা চলে।

দ্বিতীয় দফায় শান্ত চত্বরে সংঘর্ষের সময় আল-আমিনের মুখে চেয়ার দিয়ে আঘাত করা হয়। শেষ পর্যন্ত ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের কক্ষে সমঝোতার চেষ্টা করা হলেও তৃতীয় দফায় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আরও কয়েকজন আহত হন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং কয়েকজন শিক্ষকও আহত হন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার জানিয়েছেন, এই ঘটনা আস-সুন্নাহ হলের বাস সংক্রান্ত বিরোধ থেকে শুরু হয়েছে এবং এতে রাজনৈতিক বিষয় জড়িত নয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও অন্যান্য সিনিয়র নেতারা সংঘর্ষ থামাতে চেষ্টা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে সংঘর্ষ দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, পরে তা বড় আকার ধারণ করে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১২

সর্বশেষ আপডেট ০৮:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাজিদ, আল-আমিন, প্রত্যয়, ইব্রাহিম, জনি ও জাহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদী এবং বাংলা বিভাগের ছাব্বীরসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুই গ্রুপের মধ্যে এটিকে ছাত্রদলের বাসেত গ্রুপ ও সুমন সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে তিন দফায় এই সংঘর্ষ ঘটে। জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকালে আস-সুন্নাহ পরিবহনের বাসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাজিদ ও তার বন্ধুদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদীর বাক্যালাপকে কেন্দ্র করে হুমকি ও উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার দ্বিতীয় গেটে সাজিদ উপস্থিত থাকলে সাদী ও তার সহযোগীরা হামলা চালায়। এরপর আল-আমিন, প্রত্যয়, ইব্রাহিম ও জাহিদের ওপরও হামলা চলে।

দ্বিতীয় দফায় শান্ত চত্বরে সংঘর্ষের সময় আল-আমিনের মুখে চেয়ার দিয়ে আঘাত করা হয়। শেষ পর্যন্ত ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের কক্ষে সমঝোতার চেষ্টা করা হলেও তৃতীয় দফায় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আরও কয়েকজন আহত হন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং কয়েকজন শিক্ষকও আহত হন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার জানিয়েছেন, এই ঘটনা আস-সুন্নাহ হলের বাস সংক্রান্ত বিরোধ থেকে শুরু হয়েছে এবং এতে রাজনৈতিক বিষয় জড়িত নয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও অন্যান্য সিনিয়র নেতারা সংঘর্ষ থামাতে চেষ্টা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে সংঘর্ষ দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, পরে তা বড় আকার ধারণ করে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।