ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 93

জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

বলিউডের কিং শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল রোববার (২ নভেম্বর)। প্রতিবছরের মতো এবারও তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘মান্নাত’-এর সামনে বাদশাহকে এক ঝলক দেখার জন্য। তবে এবার তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নিরাপত্তাজনিত কারণে প্রকাশ্যে আসতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন শাহরুখ খান।

শনিবার রাত থেকেই মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত দেশ-বিদেশের অসংখ্য অনুরাগী অপেক্ষা করছিলেন বাদশাহর দেখা পাওয়ার আশায়। কিন্তু রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ জানান, তিনি এবার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না।

নিজের পোস্টে শাহরুখ লিখেছেন, “প্রশাসনের পরামর্শ অনুযায়ী আমি বাইরে বেরোতে পারব না। যারা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছা জানাতে পারব না বলে আমি সত্যিই দুঃখিত। এত মানুষের ভিড় সামাল দেওয়া কঠিন এবং নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।”

তিনি আরও লিখেছেন, “আমাকে বোঝার জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের দেখতে না পেরে আমিও খারাপ বোধ করছি। আমি জানি, আপনারা আমার ভালোবাসা অনুভব করছেন, যেমন আমিও আপনাদের অনুভব করছি।”

শাহরুখ খান জানান, তিনি নিজেও ভক্তদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব ছিলেন। “আমি অপেক্ষা করছিলাম আপনাদের সঙ্গে আজকের আনন্দ ভাগ করে নেব বলে। কিন্তু তা সম্ভব হয়নি। আপনাদের সবাইকে সত্যিই অনেক ভালোবাসি,”— লিখেছেন কিং খান।

প্রতিবছর শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে জমে যায় উৎসবের আমেজ। মধ্যরাতে ছাদে উঠে দুই হাত ছড়িয়ে বিখ্যাত ‘সিগনেচার পোজ’ দেন তিনি, আর ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তবে গত বছর থেকেই সেই দৃশ্য দেখা যাচ্ছে না। নিরাপত্তার কারণে তখনও তিনি ভক্তদের সঙ্গে দেখা করেননি। এবারও সেই ধারা বজায় রাখলেন বলিউডের বাদশাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

সর্বশেষ আপডেট ১১:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

বলিউডের কিং শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল রোববার (২ নভেম্বর)। প্রতিবছরের মতো এবারও তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘মান্নাত’-এর সামনে বাদশাহকে এক ঝলক দেখার জন্য। তবে এবার তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নিরাপত্তাজনিত কারণে প্রকাশ্যে আসতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন শাহরুখ খান।

শনিবার রাত থেকেই মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত দেশ-বিদেশের অসংখ্য অনুরাগী অপেক্ষা করছিলেন বাদশাহর দেখা পাওয়ার আশায়। কিন্তু রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ জানান, তিনি এবার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না।

নিজের পোস্টে শাহরুখ লিখেছেন, “প্রশাসনের পরামর্শ অনুযায়ী আমি বাইরে বেরোতে পারব না। যারা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছা জানাতে পারব না বলে আমি সত্যিই দুঃখিত। এত মানুষের ভিড় সামাল দেওয়া কঠিন এবং নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।”

তিনি আরও লিখেছেন, “আমাকে বোঝার জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের দেখতে না পেরে আমিও খারাপ বোধ করছি। আমি জানি, আপনারা আমার ভালোবাসা অনুভব করছেন, যেমন আমিও আপনাদের অনুভব করছি।”

শাহরুখ খান জানান, তিনি নিজেও ভক্তদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব ছিলেন। “আমি অপেক্ষা করছিলাম আপনাদের সঙ্গে আজকের আনন্দ ভাগ করে নেব বলে। কিন্তু তা সম্ভব হয়নি। আপনাদের সবাইকে সত্যিই অনেক ভালোবাসি,”— লিখেছেন কিং খান।

প্রতিবছর শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে জমে যায় উৎসবের আমেজ। মধ্যরাতে ছাদে উঠে দুই হাত ছড়িয়ে বিখ্যাত ‘সিগনেচার পোজ’ দেন তিনি, আর ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তবে গত বছর থেকেই সেই দৃশ্য দেখা যাচ্ছে না। নিরাপত্তার কারণে তখনও তিনি ভক্তদের সঙ্গে দেখা করেননি। এবারও সেই ধারা বজায় রাখলেন বলিউডের বাদশাহ।