ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জামায়াত নেতা আজহারুল ইসলাম

জনসমর্থন থাকলে কেউ পালায় না

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 156

 জামায়াত নেতা আজহারুল ইসলাম

সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, “জনসমর্থন থাকলে কেউ পালায় না। যারা বড় বড় কথা বলেছে, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছে।”

বৃহস্পতিবার (১২ জুন) সকালে রংপুরের বদরগঞ্জে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

১৪ বছর কারাভোগ শেষে নিজ এলাকায় ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন আজহারুল ইসলাম। তিনি বলেন, “আমি এখন মুক্ত, আমি স্বাধীন। এখন আমি নিজের মত প্রকাশ করতে পারি। এ সময়ে আমি দেশবাসী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবার সহযোগিতা কামনা করি।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা থাকা অবস্থায় অনেকেই বলেছিল আমি যেন দেশে না আসি। কিন্তু আমি বলেছিলাম—আমি কোনো অপরাধ করিনি, আমি নিজের দেশেই মরতে চাই। তাই আমি দেশে ফিরে এসেছিলাম। অথচ যারা সাহসী কথার বড়াই করত, তারাই পালিয়েছে।”

তার এই প্রত্যাবর্তন উপলক্ষে সকাল ৮টায় রংপুরের তারাগঞ্জে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা প্রদান করেন। পরে বদরগঞ্জে আরও একটি সংবর্ধনার আয়োজন করা হয়।

সৈয়দপুর বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা গেছে, জামায়াতে ইসলামীর উদ্যোগে তারাগঞ্জ ও বদরগঞ্জে আয়োজিত দুটি পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এ টি এম আজহারুল ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত নেতা আজহারুল ইসলাম

জনসমর্থন থাকলে কেউ পালায় না

সর্বশেষ আপডেট ০৩:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, “জনসমর্থন থাকলে কেউ পালায় না। যারা বড় বড় কথা বলেছে, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছে।”

বৃহস্পতিবার (১২ জুন) সকালে রংপুরের বদরগঞ্জে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

১৪ বছর কারাভোগ শেষে নিজ এলাকায় ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন আজহারুল ইসলাম। তিনি বলেন, “আমি এখন মুক্ত, আমি স্বাধীন। এখন আমি নিজের মত প্রকাশ করতে পারি। এ সময়ে আমি দেশবাসী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবার সহযোগিতা কামনা করি।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা থাকা অবস্থায় অনেকেই বলেছিল আমি যেন দেশে না আসি। কিন্তু আমি বলেছিলাম—আমি কোনো অপরাধ করিনি, আমি নিজের দেশেই মরতে চাই। তাই আমি দেশে ফিরে এসেছিলাম। অথচ যারা সাহসী কথার বড়াই করত, তারাই পালিয়েছে।”

তার এই প্রত্যাবর্তন উপলক্ষে সকাল ৮টায় রংপুরের তারাগঞ্জে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা প্রদান করেন। পরে বদরগঞ্জে আরও একটি সংবর্ধনার আয়োজন করা হয়।

সৈয়দপুর বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা গেছে, জামায়াতে ইসলামীর উদ্যোগে তারাগঞ্জ ও বদরগঞ্জে আয়োজিত দুটি পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এ টি এম আজহারুল ইসলাম।