পররাষ্ট্র উপদেষ্টা
জঙ্গি হামলায় বাংলাদেশকে জড়িয়ে সংবাদ ভিত্তিহীন
- সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 41
ভারতের জঙ্গি হামলার ঘটনাকে ঘিরে বাংলাদেশকে জড়ানো সংবাদকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারতের গণমাধ্যমে যা কিছু ঘটে, তার দায় বাংলাদেশে চাপানোর প্রবণতা নতুন নয়। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। কোনো বিবেকসম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করবে না।”
জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যে কেউ জাতিসংঘে আবেদন করতে পারে। জাতিসংঘ যদি বাংলাদেশকে কিছু জানায়, তখন সরকার বিষয়টি বিবেচনা করবে। এখন পর্যন্ত জাতিসংঘ আমাদের কিছু বলেনি।”
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আইন ‘থিংক টোয়াইস অ্যাক্ট’-এর বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ সবসময় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং তা অব্যাহত রাখবে। চীন থেকে সামরিক সরঞ্জাম কেনার কারণে নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা তিনি নাকচ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের প্রভাব সীমিত করতে “থিংক টোয়াইস অ্যাক্ট ২০২৫” নামে নতুন আইন প্রণয়ন করছে। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে সংশ্লিষ্ট দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক সীমাবদ্ধতার মুখে পড়তে পারে।






































