ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গি সম্পৃক্ততায় মালয়েশিয়াতে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মালয়েশিয়া
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 230

জঙ্গি সম্পৃক্ততায় মালয়েশিয়াতে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ জুন (শুক্রবার) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর প্রদেশে পরিচালিত ধারাবাহিক অভিযানে এই ব্যক্তিদের আটক করা হয়।

মন্ত্রী জানান, আটককৃতদের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কার্যকলাপের অর্থ সংগ্রহ এবং নিজ দেশে সরকার উৎখাতের উদ্দেশ্যে সেল গঠনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, “মালয়েশিয়া জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না এবং চরমপন্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

সাইফুদ্দিন আরও বলেন, মালয়েশিয়াকে যেন কেউ জঙ্গি তৎপরতার ঘাঁটি বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জঙ্গি সম্পৃক্ততায় মালয়েশিয়াতে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৫:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

মালয়েশিয়ায় জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ জুন (শুক্রবার) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর প্রদেশে পরিচালিত ধারাবাহিক অভিযানে এই ব্যক্তিদের আটক করা হয়।

মন্ত্রী জানান, আটককৃতদের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কার্যকলাপের অর্থ সংগ্রহ এবং নিজ দেশে সরকার উৎখাতের উদ্দেশ্যে সেল গঠনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, “মালয়েশিয়া জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না এবং চরমপন্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

সাইফুদ্দিন আরও বলেন, মালয়েশিয়াকে যেন কেউ জঙ্গি তৎপরতার ঘাঁটি বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে।