ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শরীয়তপুরে ডিআইজি রেজাউল করিম মল্লিক

জঙ্গিবাদের নাটক থেকে মুক্তি পেয়েছে দেশ

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৮:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 198

রেজাউল করিম মল্লিক

শরীয়তপুরে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেন, “জঙ্গিবাদ একসময় ছিল একটা নাটক। সেই নাটক থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা দীর্ঘ ১৮ বছর ফ্যাসিস্ট শাসনের কবল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছি।”

রোববার শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সুধী সমাবেশে তিনি আরও বলেন, সড়ক ও নৌপথসহ বিভিন্ন এলাকায় যেসব চাঁদাবাজি হচ্ছে, তা রোধে পুলিশ কার্যক্রম অব্যাহত রেখেছে। “কোনো চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। যেখানেই চাঁদাবাজ পাওয়া যাবে, তাকে ধরা হবে।”

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপি, জেলা জামায়াত ও ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে ডিআইজি রেজাউল করিম শরীয়তপুরের ১৪ শহীদ পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে ডিআইজি রেজাউল করিম মল্লিক

জঙ্গিবাদের নাটক থেকে মুক্তি পেয়েছে দেশ

সর্বশেষ আপডেট ০৮:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

শরীয়তপুরে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেন, “জঙ্গিবাদ একসময় ছিল একটা নাটক। সেই নাটক থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা দীর্ঘ ১৮ বছর ফ্যাসিস্ট শাসনের কবল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছি।”

রোববার শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সুধী সমাবেশে তিনি আরও বলেন, সড়ক ও নৌপথসহ বিভিন্ন এলাকায় যেসব চাঁদাবাজি হচ্ছে, তা রোধে পুলিশ কার্যক্রম অব্যাহত রেখেছে। “কোনো চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। যেখানেই চাঁদাবাজ পাওয়া যাবে, তাকে ধরা হবে।”

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপি, জেলা জামায়াত ও ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে ডিআইজি রেজাউল করিম শরীয়তপুরের ১৪ শহীদ পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেন।