শিরোনাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত
নিজস্ব প্রতিবেদক, জবি
- সর্বশেষ আপডেট ০৮:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 89
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তাদের নির্ধারিত শীতকালীন ছুটি স্থগিত করেছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটির কথা থাকলেও তা আপাতত কার্যকর হচ্ছে না।
রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন এবং সাম্প্রতিক ভূমিকম্পের কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় শীতকালীন ছুটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় উপস্থাপন করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী পরে ছুটি প্রদান করা হবে।
































