জকসুর তফসিল ঘোষণা বুধবার
- সর্বশেষ আপডেট ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 81
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই দিনে প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও।
মঙ্গলবার (৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তিনি বলেন, “আগামীকাল বুধবার জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তখনই নির্বাচনের তারিখও জানা যাবে। আমরা আচরণবিধি চূড়ান্ত করার কাজ শেষ করেছি, সেটিও কাল প্রকাশ করা হবে। তফসিল ও আচরণবিধি—দুটো নিয়েই আমরা কাজ করছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
































