ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 100

গুলি(ফাইল ফটো)

খুলনায় এক ছিনতাইকারীর হাতে আরেক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের হাজি মালেক কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. মুন্না, ওরফে ‘কাটিং মুন্না’। তিনি লবণচরা থানাধীন চানমারি খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা, সাগরের ছেলে। মুন্নার নামে লবণচরা থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে।

মুন্নার মা জানান, মুন্না রাজমিস্ত্রির কাজ করত। গত এক মাস ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল না। সোমবার সকালে পুলিশ তাকে ফোন দিয়ে জানিয়েছে, মুন্নার পায়ে গুলি লেগেছে।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মুন্না নগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। রোববার রাতের ঘটনায় হাজি মালেক কলেজ এলাকায় সে ছিনতাই কার্যক্রমে জড়িত ছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে অপর গ্রুপের ছিনতাইকারীরা তাকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়।

ওসি আরও জানান, দু’টি গুলি মুন্নার পায়ে লাগে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মুন্না সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

সর্বশেষ আপডেট ০৪:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় এক ছিনতাইকারীর হাতে আরেক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের হাজি মালেক কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. মুন্না, ওরফে ‘কাটিং মুন্না’। তিনি লবণচরা থানাধীন চানমারি খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা, সাগরের ছেলে। মুন্নার নামে লবণচরা থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে।

মুন্নার মা জানান, মুন্না রাজমিস্ত্রির কাজ করত। গত এক মাস ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল না। সোমবার সকালে পুলিশ তাকে ফোন দিয়ে জানিয়েছে, মুন্নার পায়ে গুলি লেগেছে।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মুন্না নগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। রোববার রাতের ঘটনায় হাজি মালেক কলেজ এলাকায় সে ছিনতাই কার্যক্রমে জড়িত ছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে অপর গ্রুপের ছিনতাইকারীরা তাকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়।

ওসি আরও জানান, দু’টি গুলি মুন্নার পায়ে লাগে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মুন্না সেখানে চিকিৎসাধীন রয়েছেন।