স্বরাষ্ট্র উপদেষ্টা
ছাত্র-জনতার আন্দোলন জাতিকে দিয়েছে নতুন দিশা
- সর্বশেষ আপডেট ০৯:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 119
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু আন্দোলন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম ছিল। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন জাতির প্রত্যাশাকে একত্রিত করে নতুন দিশা দিয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে জুলাই শহীদদের স্মরণে নির্মিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে; জুলাইয়ের আন্দোলন ছিল ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হওয়ার প্রেরণা। তরুণ সমাজকে এসব মূল্যবোধ ধারণ করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শহীদদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং তাদের আদর্শকে ধারণ করাই হবে আমাদের দায়িত্ব। তিনি আহ্বান জানান, ন্যায়, সমতা ও মানবিকতার ভিত্তিতে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































