ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক করায় যুবকের কারাদণ্ড
- সর্বশেষ আপডেট ১০:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 220
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে মাইন উদ্দিন নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কসবার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মাইন উদ্দিনকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।
ইউএনও ছামিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাইন উদ্দিন বিদ্যালয়ের সামনে এসে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর টিকটক ভিডিও তৈরি করতেন এবং বিভিন্নভাবে তাদের উত্ত্যক্ত করতেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার আবারও একই জায়গায় গিয়ে একই কাজ করার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। এরপরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।
































