ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ
- সর্বশেষ আপডেট ০৯:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 80
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি লিখেছেন, জুলাইয়ের অনুপ্রেরণা থেকে গড়ে ওঠা এই দুই রাজনীতিবিদের বিয়েতে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে শ্যামলীর বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
































