তারেক রহমানকে স্বাগত জানাতে নেত্রকোণা ছাত্রদলের মিছিল
- সর্বশেষ আপডেট ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 162
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের ছোট বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, আবুল কালাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে দলের অভ্যন্তরে যেমন ইতিবাচক প্রভাব পড়বে, তেমনি দেশের রাজনীতিতেও নতুন আশার সঞ্চার হবে। এতে ভোট ও গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “প্রায় ১৮ বছর ধরে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। শ্লোগানে শ্লোগানে বলেছি—তিনি আসবেন বীরের বেশে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ খুব কাছেই। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তারেক রহমান দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। পরে ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন, যা এক বছরের মধ্যে মঞ্জুর হয়। দীর্ঘদিন দেশে ফিরতে না পারলেও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রয়োজনে একাধিকবার দেশে এসেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কথা রয়েছে।


































