ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
- সর্বশেষ আপডেট ০২:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 82
পর্দার আলোয় ঝলমলে তারকাদের জীবনের পেছনে থাকে পরিশ্রম, হতাশা আর নিরন্তর সংগ্রাম। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে গিয়ে নিজের এমনই এক জীবনের গল্প শোনালেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।
সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির আয়োজিত এক অনুষ্ঠানে শুভ বলেন, নায়ক হয়ে ওঠার পথ তার জন্য মোটেও সহজ ছিল না। মডেলিংয়ের আগে তিনি কাজ করতেন প্রোডাকশনে সহকারী পরিচালক (অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে। বিজ্ঞাপন নির্মাণ ইউনিটে পরিচালক ও শিল্পীদের নির্দেশ পালন করাই ছিল তার কাজ।
সেই সময়ের কথা স্মরণ করে শুভ বলেন, “তখন আমি শুটিংয়ে ডিরেক্টরের নির্দেশ মেনে পানি দিতাম, শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করতাম—যা বলা হতো, তাই করতাম।”
তিনি হাসতে হাসতে আরও বলেন, “একটা বিজ্ঞাপনে ডন ভাই ছিলেন মডেল, আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। কিন্তু আমার স্বপ্নটা ছিল অনেক বড়। সেখান থেকেই ধীরে ধীরে উঠে আজ নায়ক হয়েছি।”
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’-এর মতো সিনেমায় সফল অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন আরিফিন শুভ, যা তাকে নতুনভাবে আলোচনায় এনেছে।
































