‘ছাইয়া ছাইয়া’ থেকে ‘চিলগাম’, নতুন বিতর্কে মালাইকা
- সর্বশেষ আপডেট ০১:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 461
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা আবারও আলোচনায়- তবে এবার প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি। সম্প্রতি প্রকাশিত হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে তুমুল বিতর্ক।
ভিডিওটিতে মালাইকাকে দেখা গেছে নাচতে, কখনও চুইংগাম চিবাতে, আবার কখনও জিভ বের করে ছন্দের সঙ্গে দুলতে। অনেক দর্শক এসব ভঙ্গিমাকে ‘অশালীন’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিকমাধ্যমে কেউ লিখেছেন, “নাচের মধ্যে কোনো আবেদন নেই, শুধু অশালীনতা।” আবার কেউ হতাশা প্রকাশ করে বলেছেন, “‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’-এর মতো সৌন্দর্য আর ছন্দ এখন আর দেখা যায় না মালাইকার নাচে।”
অন্যদিকে, কিছু দর্শক তুলনা টেনে বলেছেন, সুনিধি চৌহানের ‘আঁখ’ বা তামান্না ভাটিয়ার ‘গফুর’ গানের মতো নাচের সুষমা ও কোরিওগ্রাফি এই ভিডিওতে অনুপস্থিত।
ভিডিওতে ব্যবহৃত নাচের ধরনটি মূলত ‘টোয়ার্কিং’, যেখানে নিতম্বের নড়াচড়ার মাধ্যমে ছন্দ তৈরি করা হয়। অনেকের মতে, মালাইকার স্বাচ্ছন্দ্যহীন পারফরম্যান্সই এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে।





































