ছয় লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- সর্বশেষ আপডেট ১১:৩৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 151
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আশুলিয়ায় ছয় তরুণকে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার (২ জুলাই) এই অভিযোগপত্র ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করা হয় বলে জানান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।
এর আগে, গত ২৪ জুন মামলার অভিযোগপত্র দাখিলের জন্য ২ জুলাই দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানির সময় অভিযোগ গঠনের জন্য এক সপ্তাহ সময় চায় প্রসিকিউশন। আদালত শুনানি শেষে পরবর্তী দিন নির্ধারণ করেন।
প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন গত ১৯ জুন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছি। এ ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে তদন্ত প্রতিবেদনে। এর মধ্যে সাতজন গ্রেপ্তার রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণ পুলিশের গুলিতে নিহত হন। পরে পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পোড়ানো হয়। একজন তখনও জীবিত ছিলেন, তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা করা হয়।



































