চোটের ‘নাটক করে’ প্রশ্নের মুখে দোনারুম্মা
- সর্বশেষ আপডেট ০১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 118
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে সমতা ফেরাল লিডস ইউনাইটেড। এর কিছুক্ষণ পরই চোটের কারণে প্রাথমিক চিকিৎসা চাইলেন জিয়ানলুইজি দোনারুম্মা। এই সুযোগে দলের বাকিদের সঙ্গে আলোচনা সেরে নিলেন পেপ গার্দিওলা।
তবে এটি একদমই পছন্দ হয়নি লিডসের প্রধান কোচ ড্যানিয়েল ফার্কের। তার মতে, চোটের নাটক করে নিয়মের অপব্যবহার করেছেন দোনারুম্মা। তবে এই বিষয়ে কোনো অভিযোগ করতে চান না লিডসের কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার নিজেদের ঘরের মাঠে লিডসকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেন ফিল ফোডেন। আর অন্যটি আসে জস্কো ভার্ডিওলের মাধ্যমে। লিডসের হয়ে গোল দুইটি করেন ক্যালভার্ট-লুইন ও লুকাস মেচা।
প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯তম মিনিটে একটি গোল শোধ করে লিডস। এর কয়েক মিনিট পরই পড়ে যান দোনারুম্মা। তাকে শুশ্রূষা দিতে আসে মেডিকেল টিম। সেই সুযোগে বাকিদের নিয়ে আলাপ সারেন গার্দিওলা।
ম্যাচ শেষে লিডস কোচ ইঙ্গিত দেন, চোটের নাটক করেছেন দোনারুম্মা। তিনি বলেন, “এটা কোনো গোপন বিষয় নয়। কেন সে (দোনারুম্মা) নিচে পড়ে গেল, সেটা স্পষ্ট ছিল। এটা স্মার্ট। এটা নিয়মের ভেতরেই পড়ে, তাই আমি অভিযোগ করতে পারি না।”
তিনি আরও বলেন, “আমি কি এটা পছন্দ করি? এটা কি ফেয়ার প্লের মধ্যে পড়ে? এটা কি এমন হওয়া উচিত?- এসব আমি নিজের মধ্যেই রাখব। সমাধান খুঁজে বের করা কর্তৃপক্ষের কাজ।”
ম্যাচের মাঝে আলোচনা করেও অবশ্য তাৎক্ষণিক কোনো ফল পায়নি ম্যাচ সিটি। উল্টো ৬৯ মিনিটে এনমেচার গোলে সমতা ফেরায় লিডস। পরে অতিরিক্ত যোগ করা সময়ে ফোডেনের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে সিটি।



































