ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুরির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 130

চুরির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইমন মিয়া (২৪) খুন হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনা ঘটে গত রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদি এলাকায়। স্থানীয় কিশোর গ্যাং লিডার গোলাম মোরশেদ ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

মৃত ইমন ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মারুয়াদি এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পেছনে মূল কারণ ছিল ব্যাটারিচালিত চোরাই অটোরিকশা নিয়ে ইমন ও চোরাই অটোরিকশা ব্যবসায়ী ইমরান মিয়ার মধ্যে বাগবিতণ্ডা। এই বিরোধকে কেন্দ্র করে গোলাম মোরশেদ ও তার সহযোগীরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চুরির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন

সর্বশেষ আপডেট ০৫:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইমন মিয়া (২৪) খুন হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনা ঘটে গত রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদি এলাকায়। স্থানীয় কিশোর গ্যাং লিডার গোলাম মোরশেদ ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

মৃত ইমন ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মারুয়াদি এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পেছনে মূল কারণ ছিল ব্যাটারিচালিত চোরাই অটোরিকশা নিয়ে ইমন ও চোরাই অটোরিকশা ব্যবসায়ী ইমরান মিয়ার মধ্যে বাগবিতণ্ডা। এই বিরোধকে কেন্দ্র করে গোলাম মোরশেদ ও তার সহযোগীরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”