চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুতে এমএসএ ‘র নিন্দা
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 49
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে সোমবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী হেফাজতে নিয়ে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। এই ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, শামসুজ্জামান ডাবলুর মৃত্যু যেভাবেই হোক না কেন, সেনাবাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। তারা অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ঘটনার বিবরণে বলা হয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৪২) সোমবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ঔষধের দোকান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ এডি রেজিমেন্ট (টিটিসি আর্মি ক্যাম্প) এর একদল সদস্য দ্বারা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, সেনাবাহিনী সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করেছে এবং হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।
অপরদিকে সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্র উদ্ধার অভিযানের সময় শামসুজ্জামান ডাবলুকে হেফাজতে নেওয়া হয়েছিল এবং ভয়ে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।
এমএসএফ বলেন, অস্ত্র উদ্ধার অভিযানকালে হত্যার অভিযোগ মানবাধিকারের চরম লঙ্ঘন এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা জোর দিয়েছেন, হেফাজতে মৃত্যুর সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।
































